মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আলিরেজা তাংসিরি বলেছেন, ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে ৭০০ কিলোমিটার করা হয়েছে।
এক সাক্ষাৎকারে জেনারেল তাংসিরি বলেন, অতীতে কোনও এক সময়ে ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৫ কিলোমিটারের বেশি ছিল না। তখন এটাও অর্জন করা হয়েছিল মার্কিন সামরিক উপদেষ্টাদের সহায়তায়। অন্য কোনও দেশের সহায়তা ছাড়াই এখন নিজস্ব প্রযুক্তিতেই তারা ৭০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র যুক্ত করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। এটি যুক্ত হওয়ার আগে তাদের নৌ-ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটারেই সীমাবদ্ধ ছিল। ইরানের এই নতুন সাব-সারফেস মিসাইল ভূমি থেকে ভূমিতে এবং সমুদ্রে নিক্ষেপ করা যাবে। এটি ডুবোজাহাজ থেকেও ছোঁড়ার উপযোগী।
ইরান পর্যায়ক্রমে তার অস্ত্র সক্ষমতাতে বড় ধরনের অগ্রগতি অর্জন করছে। দেশটির সশস্ত্র বাহিনীর কাছে প্রায় ২ হাজার কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো দিয়ে ইজরায়েল এবং মধ্য প্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা করা যেতে পারে। সূত্র: ডিফেন্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।