বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার নির্দেশিত ঘরে থাকার নির্দেশনা মানছেন না অনেকেই। এ অবস্থায় বিনা প্রয়োজনে বাইওে ঘোরাঘুরি করায় রাজধানীর মগবাজার এলাকায় ২২ জনকে জরিমানা করেছেন র্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার মগবাজারের ওয়্যারলেস মোড় এলাকায় র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিবোধে সরকার নির্দেশিত শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মগবাজারে অভিযান চালনো হয়। এসময় রাস্তায় চলাচলরত বিভিন্ন গাড়ি থামিয়ে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদের মধ্যে কেউ কেউ বাইওে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারেননি। বিনা প্রয়োজনে বাইওে ঘোরাঘুরির দায়ে এমন ২২ জনকে ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।