Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রখ্যাত মুফাসসির জুবায়ের আহমদ আনছারীর ইন্তেকাল শোকাতুর পরিবেশ সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৭:৪৫ পিএম

ধর্মপ্রাণ সচেতন মানুষের প্রিয় ইসলামিক বক্তা,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা২০মিনিটে বি-বাড়িয়ার মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। কাল সকল ১০ টায় ভৈরত বেলতলা মাদ্রাসায় তার জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। বরেণ্য এই মুফাসসিরে ক্বোরআন দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দেশ-বিদেশের উন্নত চিকিৎসা গ্রহণ করেছেন তিনি। এছাড়া ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাভাষী মুসলমানদের আমন্ত্রণে অতিথি হিসেবে বক্তব্য রাখার গৌরব অর্জন করেন তিনি। তার সাধারন ও সহজ উপস্থাপনার বিশেষত্ব উপভোগ্য ছিল ধর্মপ্রাণ মানুষের নিকট। মৃত্যুকালে স্ত্রী ৩ পূত্র ১ কন্যা সহ অসংখ্য আতœীয়ং স্বজন রেখে গেছেন তিনি। সিলেটের বিখ্যাত গহরপুর মাদ্রাসায় শিক্ষাজীবন সমাপ্ত করেন জুবায়ের আহমদ আনছারী। সিলেটের মাঠে ময়দানে তার বিশাল সুখ্যাতি ও গ্রহনযোগ্যতা ছিল। তার মৃত্যু সংবাদে শোকাতুর পরিবেশ নেমেছে আলেম সমাজ সহ ধর্মপ্রাণ মানুষের মধ্যে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ