Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ সেকেন্ডে করোনা শনাক্তের যন্ত্র আবিষ্কার ইরানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৮:৫৩ পিএম

করোনা ভাইরাস শনাক্ত করতে ইরান চুম্বক শক্তি চালিত একটি যন্ত্র আবিষ্কার করেছে। বুধবার ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এ তথ্য জানান। বিবিসি তার প্রতিবেদনে জানায়, এই ডিভাইসে পাঁচ সেকেন্ডের মধ্যে করোনা শনাক্ত করা যাবে বলে জানানো হয়েছে।

জেনারেল সালামি জানান, এটি বাসিজ (ইরানের স্বেচ্ছাসেবক দল) উদ্ভাবন করেছে। যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা হয়েছে। এটি একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। এক্ষেত্রে করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকে কাজ করে।

জেনারেল হোসেইন সালামি বলেছেন, ডিভাইসটি দিয়ে ইতোমধ্যেই বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি ৮০ শতাংশ কার্যকার বলে প্রমাণিত হয়েছে। মহামারি করোনাভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষেই এই যুগান্তকরী উদ্ভাবন।

করোনার প্রভাবে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। ইতালি ও চীনের পরেই ইরানে সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালায়। যদি পরে দেশটির সরকার তা নিয়ন্ত্রণে নিতে পারে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি এবং মারা গেছে ৪ হাজারের ওপর মানুষ।



 

Show all comments
  • MD helal uddin ১৫ এপ্রিল, ২০২০, ১১:৩৭ পিএম says : 0
    Good for future
    Total Reply(0) Reply
  • আমান উল্লাহ ১৬ এপ্রিল, ২০২০, ৬:৪১ এএম says : 0
    আমেরিকার নানাবিধ প্রতিবন্ধকতার কারণে ইরান ও চীন বিভিন্ন ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আমেরিকা বহুবিধ বিষয়ে পিছিয়ে পড়ছে ও বিশ্বে তার প্রভাব হারাচ্ছে। এ জন্য তারা ইরান ও চীনকে দ্রুত পঙ্গু করার জন্য পারস্য ও চীন সাগরে যুদ্ধ জাহাজ ও সৈন্য সমাবেশ করে যুদ্ধ বাঁধিয়ে ঐ দেশগুলিকে পঙ্গু করে এবং বিশ্বে সভ্যতা, নিরাপত্তা ধ্বংশ করে তার অশুভ প্রভাব বজায় রাখতে চায়। সুতরাং শক্তিশালী দেশগুলোর উচিৎ ওদের/ট্রাম্পের বিশদাঁতগুলি ভেঙ্গে এইসব শয়তানী বন্ধ করার জোর চেষ্টা চালানো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ