Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৭:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মুনিব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে ঝড়-বৃষ্টির সময় আমবাগানে পাতা কুড়াতে গেলে এ ঘটনা ঘটে। মুনিব শিবগঞ্জ উপজেলা দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের জামরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানারা ওসি শামসুল আলম শাহ জানান, আজ বুধবার সকালে ঝড় বৃষ্টির সময় বাবা-মায়ের সঙ্গে নিজেদের আমবাগানে পাতা কুড়াতে গেলে এ ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই মুনিবের মৃত্যু হয় এবং তার বাবা ও মা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে, মুনিবের বাবা-মা আশঙ্কামুক্ত বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ