বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কারণে আক্রান্ত দেশে এই প্রথম একজন চিকিৎসক মারা গেলেন। কুর্মিটোলা হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক সূত্রে জানা যায়, আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে গত বুধবার সিলেটের শহীদ সামসউদ্দীন মেডিকেল কলেজে করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক ডা. মঈন উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। গত ৫ এপ্রিল সন্ধ্যায় ওই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন বলে সিলেট স্বাস্থ্য বিভাগকে নিশ্চিত করেছিল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। যদিও এর আগে গত রোববার রাজধানীতে ডা. ফেরদৌস নামে একজন দন্তচিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।