মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন গোটা দেশ, বন্ধ গাড়ি চলাচল। এর মধ্যেই হঠাৎ প্রসববেদনা ওঠে ভারতের এক নারীর। উপায়ন্তর না পেয়ে স্ত্রীকে সাইকেলে চড়িয়েই হাসপাতালের দিকে রওয়ানা হন তার স্বামী। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। মাঝপথেই ফুটফুটে একটি মেয়ে শিশুর জন্ম দেন ওই নারী। সম্প্রতি এ ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের শাহজাহানপুর এলাকায়। স্থানীয় পুলিশ সুপার অপর্ণা গৌতম বলেন, গত বৃহস্পতিবার রাতে রঘুনাথপুর গ্রামের এক অন্তঃসত্ত্বা নারীকে তার স্বামী সাইকেলে চড়িয়ে মদনাপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাচ্ছিলেন। হাসপাতালটি প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল। কিন্তু তারা পাঁচ কিলোমিটার যেতেই সিকান্দারপুর ক্রসিংয়ের কাছে ওই নারী সন্তানপ্রসব করেন। তিনি বলেন, ওই সময় পাশের মাঠে কাজ করছিলেন মিতু তোমার নামে এক নারী। তিনি ওই দম্পতিকে সাহায্য করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি গাড়ি দিয়ে তাদের হাসপাতালে পৌঁছে দেয়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।