Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরনদীতে সেনাবাহিনীসহ সিভিল প্রশাসনের টহল

তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

গৌরনদী (বরিশাল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৮:৪৬ পিএম

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় ও যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সিভিল প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী গতকাল বুধবার সকাল থেকে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন হাটবাজারে টহল দিয়েছেন। টহলের সময় ওষুধের দোকান ব্যাতিত সকল প্রকার দোকানপাট বন্ধ করে দেয়। এ সময় সরকারের নির্দেশ অমান্য করে টরকী বন্দরে দোকানঘর খোলা রাখার অপরাধে লিলি ষ্টোররের মালিক আঃ রশিদকে ২০ হাজার, সততা ষ্টোরের মালিক বেল্লাল শিকদারকে ১৫ হাজার ও উজ্জল ষ্টোররের মালিক গোপাল সরকারকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ জরিমানা করেন। এ সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সাধন বিশ্বাসসহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ