Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সুপারশপকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৮:৫৯ পিএম

সামাজিক বিচ্ছিন্নতার নিয়ম না মেনে এক প্রাইভেট কারে আট কর্মীকে বহনের দায়ে নগরীর কাজির দেউড়ি মোড়ের সুপারশপ ‘শপিংব্যাগ’কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সেনাবাহিনী ও নগর পুলিশের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, শপিংব্যাগ সুপারশপের একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) করে আট নারী কর্মীকে নেওয়া হচ্ছিল গন্তব্যে। নগরীর জাকির হোসেন রোডে ওমরগণি এম ই এস কলেজের সামনে গাড়িটি ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, প্রাইভেট কারে আটজন গাদাগাদি করে বসেছিলেন। এতে করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কা থাকায় প্রাইভেট কারটি আটক করা হয়েছে।
আটকের পর সুপারশপের পরিচালক ঘটনাস্থলে এসে দায় স্বীকার করেন। এরপর প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সামাজিক দূরত্ব না মেনে দোকানে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করায় জিইসি মোড়ের কামাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ