Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর কুলখানি আয়োজন করায় স্বামীর অর্থদন্ড

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৯:১৬ পিএম

করোনা ভাইরাস মোকাবেলার সরকারী সিদ্ধান্তকে উপেক্ষা করে গণ-জমায়েত করে স্ত্রীর কুলখানির অনুষ্ঠান করার অপরাধে স্বামী নজির হোসেনকে আটক করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। জরিমানার টাকা প্রদান করায় তাকে ছেড়ে দেয়া হয়।রোববার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা যায়,রোববার কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কেবল কৃষ্ণ গ্রামের নজির হোসেন তার স্ত্রীর কুলখানিতে দুই শতাধিক লোককে আমন্ত্রণ করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন পুলিশকে সাথে নিয়ে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য,নজির হোসেনের স্ত্রী হালিমা বেগম (৫০) গত বুধবার মৃত্যুবরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ