Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় চায়ের দোকানের টিভি জব্দ ও ৬ ব্যবসায়ীকে জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৭:৪৬ পিএম

দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করায় কাপাসিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারের চায়ের দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত ৬ চা দোকানীকে ১১ হাজার টাকা জরিমানা ও দু’টি টিভি জব্দ করেছে। ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাঃ ইসমত আরা বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম, ওসি (তদন্ত) মোঃ শেখ সাদিক।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: ইসমত আরা জানান, করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশেই লকডাউন চলছে এবং সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে অনুরোধ করা হয়েছে। এ অবস্থার মধ্যেও চায়ের দোকান খোলা রেখে লোকসমাগম করায় উপজেলার রাওনাট বাজারের আফজাল হোসেন, আড়াল বাজারের হরিপদ ও রুহুল আমিনকে দুই হাজার টাকা করে এবং ওই বাজারের বাদল ও খোরশেদ আলমকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া পঁচা-বাসি মিষ্টি রাখার অপরাধে কাপাসিয়া বাজারের রসের মিষ্টির দোকানের মালিক সোহাগ মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে দুইটি চায়ের দোকানে লোকজন আড্ডা দেয়ার সময় দু’টি টিভি জব্দ করা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ