বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৌলতখানে কোভিড-১৯ প্রতিরোধে জনসমাগম ঠেকাতে দোকানপাট বন্ধ রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৮ ব্যবসায়ী ও ৩ ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা এবং ৩ ব্যক্তির ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলার রহমান, নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন করোনা সংক্রমন ঠেকাতে দৌলতখানে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মুদি, কাঁচাবাজার ও ফার্মেসী ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।