Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে নির্দেশ অমান্য করায় দুই যুবকের অর্থদণ্ড

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৬:২১ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগম নিষিদ্ধের সরকারি নির্দেশ অমান্য করায় জামালপুরের সরিষাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই যুবকের ৫০০ টাকা করে অর্থদ- হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি এলাকায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ এ দ-াদেশ দেন।
দ-প্রাপ্তরা হল চর হাটবাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আশিক ও দড়িচন্দবাড়ি গ্রামের আব্দুস সবুরের ছেলে বাবু মিয়া (২০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ জানান, ওই দুইজন নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে রাস্তায় চলাফেরা করায় দ-বিধি ২৬৯ ধারায় তাদের জরিমানা করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ বাস্তবায়নে প্রশাসন সতর্ক রয়েছে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ