Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশকে খেলা বন্ধ করার তাগিদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের প্রায় সব দেশে সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ থাকলেও পুরোদমে ফুটবল চালিয়ে যাচ্ছে ইউরোপের দেশ বেলারুশ। ব্যাপারটা ‘একেবারেই বোধগম্য নয়’ ফিফপ্রোর কাছে। অন্য সব জায়গার মত বেলারুশকেও ফুটবল বন্ধের আহবান জানিয়েছে বিশ্ব ফুটবলারদের সংগঠনটি।

ইউরোপের একমাত্র দেশ হিসেবে ফুটবল চালিয়ে যাচ্ছে বেলারুশ। চলতি সপ্তাহে বেলারুশিয়ান প্রিমিয়ার লিগে আছে আটটি ম্যাচ। দেশটির প্রতি খেলা বন্ধের আহবান জানিয়েছেন ফিফপ্রোর জেনারেল সেক্রেটারি জন্স বেয়ার-হফম্যান, ‘বিশ্বের বাকি জায়গায় ফুটবলের জন্য যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানেও (বেলারুশ) একই ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি আমরা। কীভাবে এটা চলতে পারে তা একেবারেই বোধগম্য নয়।’

অধিকাংশ দেশে খেলা বন্ধ থাকায় লিগ সম্প্রচারে বেশ সুবিধা পেয়েছে বেলারুশ ফুটবল ফেডারেশন। রাশিয়া, ভারতসহ দশটি দেশে খেলা সম্প্রচারের চুক্তি করেছে তারা। ফিফপ্রোর সদস্যভূক্ত নয় বেলারুশ। তবে ফিফপ্রো ব্যাপারটা বিশ্ব ফুটবল সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে নালিশ করবে বলে জানিয়েছে।

পূর্ব ইউরোপের দেশটির শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় গত শনিবার ছিল ছয়টি ম্যাচ। এর মধ্যে একটি ম্যাচ ছিল আবার ‘মিনস্ক ডার্বি’ (এফসি মিনস্ক ও দিনামো মিনস্ক)। দেশটির রাজধানী মিনস্কে হওয়া ম্যাচটিতে তিন হাজার দর্শকে গালারি ছিল পূর্ণ। দর্শকদের কেউ কেউ ছিলেন মাস্ক পরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলারুশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ