বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে হোম কোয়ারেন্টাইন না মানায় দুবাই ফেরত এক প্রবাসীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকেলে বনগাঁও ইউনিয়নের সাধাপুর মাঝিপাড়া গ্রামের বাসিন্দা মামুন কায়সার (৪০) নামের ওই প্রবাসীকে জরিমানা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজুর রহমান।
তিনি জানান, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ওই প্রবাসী হোম কোরারেন্টাইন না মেনেই যত্রতত্র ঘোরাঘুরি করতে থাকেন।
এলাকাবাসী তাকে বুঝিয়ে হোম কোরারেন্টান মেনে চলার অনুরোধ জানায়। তা না মেনে সে শ^শুড়বাড়িসহ বিভিন্ন আতœীয় স্বজনের বাসা বাড়িতে যাওয়া আসা করতে থাকেন।
রোববার দুপুরে এলাকাবাসী বিষয়টি অবহিত করেন। পরে তাকে ২০হাজার টাকা জরিমানা করে সর্তক করে দেয়া হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, নতুন করে সাভারে আরও ১০ জনকে হোম কোয়ারাইন্টানে পাঠানো হয়েছে।
প্রবাসীরা ঠিকমতো হোম কোরারাইন্টাইন মেনে চলছেন কি’না তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।