বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ পটুয়াখালী জেলা প্রশাসন র্যাব ,পুলিশের সহায়তায় জেলায় ৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের করোনা সেল ও নিয়ন্ত্রন কক্ষের দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার মো: আসাদুজ্জামান।
জেলা শহরের পুরান বাজার এলাকায় ভারত ফেরত একজন কোয়েরেন্টাইন না মানায় জেলা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া দুপূরে শহরের নিউমার্কেট এলাকায় ৫টি দোকানে করোনাকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ প্রতারনার অভিযোগে ভোক্তা অধিকার আইনের আওতায় ৭০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাহবুবুল ইসলাম, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মো: রইছ উদ্দিন ,নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানউদ্দিন ,মানসচন্দ্র দাস, সরোয়ার আলম এবং জেলা সেনিটারী ইনসপেক্টর মহিউদ্দিন আল মাসুদ,।
এছাড়া ওজেলার গলাচিপা উপজেলায়১ টি ওমির্জাগনজ উপজেলায় ৩টি অভিযান চালিয়ে মোট ৯৩ হাজার টাকা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন মো: অসাদুজ্জামান।এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে বলে তিনি জানান ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।