Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে বেশী দামে পণ্য বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ লাখ ৭২ হাজার টাকা জরিমানা

করোনা আতঙ্ককে পুঁজি করে

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৮:০৫ পিএম

করোনা ভাইরাস আতঙ্ক ও পরিবহন বন্ধ হওয়ার সম্ভাবনাকে পুঁজি করে দ্রব্যমূল্য বেশী দামে এবং ভেজাল দ্রব্য বিক্রির অভিযোগে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহর সহ বাউফল,দশমিনা ,দুমকী ও সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪ লাখ ৭২ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করেছে।

জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ জানান।সকালে শহরের নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মাহবুবুল ইসলাম, ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন, জেলা মার্কেটিং অফিসার নুরুন্নাহার বেগম এর সমন্বয়ে নিঊমার্কেটে ৭ টি ও কলাতলা বাজারে ৩টি দোকানে বেশী দামে ও ভেজাল দ্রব্য বিক্রির ১০ জন ব্যবসায়ী ও ক্রেতাকে ৯৪ হাজার টাকা ,এ ছাড়া শহরের পুরাতন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী একটি দোকানে ১০ হাজার টাকা , এছাড়া একই দিন শুক্রবার সকালে বাউফল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ৫টিএবং এসিল্যান্ড ৪টি বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৯ জন দোকানীকে ২ লক্ষ ৬০ হাজার টাকা, দশমিনা উপেজলার নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৪টি দোকানীকে ২৭ হাজার টাকা ও দুমকি উপজেলার নির্বাহী অফিসার শংকর বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫টি দোকানীকে বেশী মূল্যে দ্রব্য বিক্রির দায়ে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় ,এ ছাড়া ওবিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গলাচিপার উলানিয়া বাজারে পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুল ইসলাম, ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন,৫২ হাজার টাকা জরিমানা আদায় করেন ।এদিকে পটুয়াখালী জেলায় মোট ৭৭ জন হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্য থেকে আটজন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৬৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ