Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে ‘হোম কোয়ারেন্টিনে’ না থাকায় আরেক প্রবাসীকে জরিমানা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৭:৫৯ পিএম

টাঙ্গাইলের সখিপুরে হোম কোয়ারেন্টিনে না থাকায় এক মালয়েশিয়া প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মালয়েশিয়া থেকে এক ব্যক্তি গত বুধবার সখিপুরে নিজের বাড়িতে আসেন। বিদেশ থেকে এসে ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার জন্য সরকারের পক্ষ থেকে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে কোয়ারেন্টিনে না থেকে বাজারে ঘোরাঘুরি করছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা তাকে ফোন দিয়ে বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলেন। এ সময় ওই প্রবাসী এই কর্মকর্তার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে ওই দিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেন। সখিপুরের ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, হোম কোয়ারেন্টিনে না থাকায় দুই প্রবাসীকে পৃথক পৃথকভাবে ১০হাজার টাকা করে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য,সখিপুর উপজেলায় দÐপ্রাপ্ত দুই ব্যক্তিসহ ২১ প্রবাসী তাদের নিজ বাড়িতে ‘কোয়ারেন্টিনে’ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ