Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৬:৪৮ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে শরিফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল মারুফ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার মজলিসপুর এলাকার ওয়ারেস আলীর ছেলে। তিনি গত ১৩ মার্চ ওমান থেকে বাংলাদেশে আসেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল মারুফ জানান, ১৩ মার্চ ওমান থেকে বাংলাদেশে আসেন শরিফুল ইসলাম। করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় তাকেসহ হোম কোয়ারেন্টাইন রাখি বিদেশ ফেরত কয়েকজনকে। তিনি হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে ভেড়ামারা পূবালী ব্যাংকে আসেন। এসময় তাকে আটক করা হয়। দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক সংক্রামক সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাকে বাধ্যতামূলক হোম কায়ারেন্টাইনে পাঠানো হয়।

তিনি আরো বলেন, ভেড়ামারা উপজেলায় ২০জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ