Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর রাণীনগরে ভোক্তা অধিকার আইনে ফার্মেসী ও মৎস্য আড়ৎকে জরিমানা

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৬:৩৪ পিএম

নওগাঁর রাণীনগরে ভোক্তা অধিকার আইনে দুই ঔষধ ফার্মেসী ও দুই মৎস্য আড়ৎকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে নওগাঁর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররে সহকারী পরিচালক এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করেন। 

আদালতের বিচারক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামিম হোসেন জানান, মেয়াদ উর্ত্তীন ও যৌন উত্তেজক ট্যাবলেট রাখার দায়ে আবাদপুকুর বাজারের রউফ ফার্মেসীকে পাঁচ হাজার টাকা এবং একই বাজারের মের্সাস খাঁন ফার্মেসীকে মেয়াদ উর্ত্তীন ওষুধ রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই বাজারে ওজনে কম দেয়ার দায়ে বাবু মৎস্য আড়ৎকে পাঁচ শত টাকা ও নাছির মৎস্য আড়ৎকে পাঁচ শত টাকা জরিমানা করা হয় । এসময় রাণীনগর উপজেলা সেনিটারী ইন্সপেক্টর আব্দুল মতিন ও থানা পুলিশের এ.এস.আই আব্দুল লতিফ উপস্থিত ছিলেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ