বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে হোম কোয়ারেন্টিনে না থাকায় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার(১৮.০৩.২০২০) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে এক ব্যক্তি এক সপ্তাহ আগে সখিপুরে নিজের বাড়িতে আসেন। বিদেশ থেকে এসে ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার জন্য সরকারের তরফ থেকে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে কোয়ারেন্টিনে না থেকে বাজারে ঘোরাঘুরি করছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান তাঁকে ফোন দিয়ে বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলেন। এ সময় ওই প্রবাসী এই কর্মকর্তার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে গতকাল বিকেলে সখিপুর থানার পক্ষ থেকে তাঁকে ফোন দিলে তিনি ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে অপারগতা জানান। বুধবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেন।সখিপুরের ইউএনও আসমাউল হুসনা লিজা প্রথম আলোকে বলেন, সখীপুর উপজেলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিসহ ১৯ প্রবাসীকে তাদের নিজ বাড়িতে ‘কোয়ারেন্টিনে’ থাকতে বলা হয়েছিল । এ নিয়ে সখিপুরে বিদেশ ফেরত ২০জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।