মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঘৃণাবাদী হামলা থেকে সুরক্ষিত রাখতে এবছর ৪৯টি প্রার্থনাস্থলে তহবিল বরাদ্দ দিয়েছে যুক্তরাজ্যের সরকার। এই বরাদ্দ থেকে এই ব্ছর সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মসজিদ। এই সপ্তাহে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৯-২০ বছরের জন্য ২৭টি মসজিদ, ১৩টি চার্চ, পাঁচটি গুরুদুয়ারা ও চারটি হিন্দু মন্দিরকে প্রায় ১৬ লাখ ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকারের ‘প্রার্থনাস্থল সুরক্ষায় নিরাপত্তা তহবিল বরাদ্দ কর্মস‚চি’ ২০১৬ সালে শুরু হয়। এর আওতায় ঘৃণাবাদী হামলার জন্য স্পর্শকাতর বিবেচিত প্রার্থনাস্থলের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি, বেড়া ও গেট নির্মাণ, অ্যালার্ম ও আলো স্থাপন নিশ্চিত করতে তহবিল যোগানো হচ্ছে। গত চার বছরের মধ্যে এই বছরই সবচেয়ে বেশি তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২০২০-২১ বছরের জন্য বরাদ্দের পরিমাণ ৩২ লাখ ইউরোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক জুনিয়র মন্ত্রী ব্যারোনেস সুসান উইলিয়ামস বলেন, ‘বিশ্বাস চর্চায় কারোরই ভয় পাওয়া চলে না। সেটা চার্চ, মসজিদ, গুরুদুয়ারা কিংবা মন্দিরই যেটাই হোক না কেন, প্রার্থনাস্থল হওয়া উচিত বিশ্বাস ও নিরাপত্তার প্রতিফলন’। তিনি বলেন, ‘প্রার্থনাস্থল কর্মস‚চি সেই বাহ্যিক সুরক্ষা দিচ্ছে। সবসময়ই আমরা আরও বেশি কিছু করতে চাই কেননা এই ধরণের ভয়াবহ হামলা থেকে প্রার্থনাকারীদের রক্ষার বিষয়ে আমরা তাদের মতামত জানতে চাই।’ এদিকে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার বর্ষপুর্তির দিনে গত রবিবার বিশেষ আলোচনা কর্মস‚চি শুরু করেছে যুক্তরাজ্য। আট সপ্তাহের এই কর্মস‚চিতে বিভিন্ন ধর্মীয় গ্রæপের সঙ্গে আলোচনা চলবে। এতে নিজেদের সুরক্ষায় নির্দিষ্ট গ্রæপগুলোর মতামত জানার চেষ্টা করবে ব্রিটিশ সরকার। এছাড়া এতে ঘৃণাবাদী অপরাধের শিকার হওয়ার অভিজ্ঞতাও জানাতে পারবে সব ধর্মের বিশ্বাসীরা। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আলোচনায় বিভিন্ন গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।