মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো ইউরোপে প্রতিনিয়ত মুত্যুর রেকর্ড বাড়ছে। এরই মধ্যে আতঙ্কে যুক্তরাজ্যের বাকিংহাম পেলেস ছেড়েছেন দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ। দেশটিতে জরুরি স্বাস্থ্য সংকট দেখা দেয়ায় উইন্ডসোর ক্যাসেলের উদ্দেশ্যে ৯৩ বছরের রানি দ্বিতীয় এলিজাবেথ রাজপ্রাসাদ ত্যাগ করেছেন বলে জানায় দ্য সান। প্রসাদস‚ত্র জানায় রানির স্বাস্থ্য ভালো আছে তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তাকে সেখানে পাঠানো হয়েছে। প্রাসা সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের অনেক রাজনৈতিক নেতাদের আগমনে কর্মকর্তাদের মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছিল। দেশটিতে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে। রাজপ্রাসাদটি দেশটির মধ্যভাগে অবস্থিত হওয়ায় এবং প্রাসাদে অনেক কর্মকর্তাদের অবস্থানের ফলে সেখানে করোনা ঝুঁকি বাড়তেছিল। সংকট চলাকালীন সময়ে রানির কোর্টও সাময়িকভাবে সরিয়ে দেয়া হবে। করোনার প্রভাবে রোববার সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। এই পরিস্থিতিতে ৭০ বছরের বেশি বয়স্কদের সতর্কতাম‚লক পদক্ষেপ হিসেবেই আলাদা করে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বয়স্কদের সম্পূর্ণ আলাদা করে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। এ ক্ষেত্রে বয়স্কদের আগামী চার মাস পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করতে পারে সরকার। বর্তমান প্রজন্মের কাছে করোনা ভাইরাস সবচেয়ে বড় জনস্বাস্থ্য বিপর্যয় বলেও উল্লেখ করেছেন তিনি। দ্য সান, গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।