মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ায় লন্ডনের ‘রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি’তে ২৪ মার্চ অনুষ্ঠিতব্য ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী”র অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন।
এতে বলা হয়, লন্ডন ও আশপাশের শহরগুলোতে কোভিড-১৯ ভাইরাসের দ্রুত বিস্তারের পরিপ্রেক্ষিতে সম্মানিত আমন্ত্রিত অতিথিদের স্বাস্থ্য-নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ায় পরবর্তী ঘোষণা না-দেয়া পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন ২৪ মার্চ মঙ্গলবার বেলা ২-৪টা পর্যন্ত লন্ডনের ‘রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি’-তে অনুষ্ঠিতব্য “বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী” উদযাপন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করছে।
অনুষ্ঠান স্থগিত হওয়ায় আমন্ত্রিত অতিথিদের সাময়িক অসুবিধার জন্য হাই কমিশন গভীর দুঃখ প্রকাশ করেছে হাইকমিশন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবং বৃহত্তর জনসমাগমে স্বাস্থ্যঝুঁকি কমে গেলে হাই কমিশন এই অনুষ্ঠান বিষয়ে নতুন ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।