Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টেও জামিন হয়নি খুনি লন্ডনি সাইফুলের

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ৭:৪৪ পিএম

সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুল ছাত্র সুমেল হত্যা মামলার প্রধান আসামী চাউলধনী হাওর খেকো লন্ডনি সাইফুলের জামিন পুনরায় না মঞ্জুর করেছেন মহামান্য হাইকোর্ট। এ নিয়ে হাইকোর্ট ও সিলেট জেলা জজ আদালতেও কয়েক দফা তার জামিনের আবেদন না মঞ্জুর করা হয়। (টেন্ডার নং ৩১২২৫/২০২২ এবং সিরিয়েল নং ১৯০)। আজ ৩০ জুন মহামান্য হাইকোর্টে একটি ব্যাঞ্চে জামিনের সুনামী শেষে তার জামিন না মঞ্জুর করেন। এ তথ্যটি নিশ্চিত করেন মামলার বাদী ইব্রাহীম আলী সিজিল ও বাদী পক্ষের সিলেটে নিযুক্ত আইনজীবী এ এস এম গফুর।
প্রসঙ্গগত, ২০২১ সালের ১মে চৈতন নগর গ্রামের নজির উদ্দিনের জমিতে ভেকু মেশিন দিয়ে জোরপূর্বক মাটি কাটা শুরু করে। জমির মালিক বাধা দিলে পূর্ব পরিকল্পিতভাবে বন্দুক দিয়ে সাইফুল ও তার বাহিনী হামলা শুরু করে। তখন বন্ধুকের গুলিতে চৈতন নগর গ্রামের মামলার বাদী ইব্রাহীম আলী সিজিলের ভাতিজা সুমেল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় সুমেলের বাপ চাচা সহ ৫জন গুলি বৃদ্ধ হন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লন্ডনি সাইফুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ