মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যের আবহাওয়া আন্দোলন সংগঠন ‘এক্সটিংকশন রেবিলিয়ন’ ইস্টার ব্যাংক ছুটির প্রথম দিন লন্ডন শহরের ব্যস্ততম চারটি সেতু বন্ধ করে যান চলাচলে বিঘ্ন ঘটায়। সংগঠনটি টুইটারে জানায়, তাদের আন্দোলনকর্মীরা লন্ডনের টেমস নদীর ব্ল্যাকফ্রায়ারস, ওয়াটারলু, ওয়েস্টমিনিস্টার ও ল্যাম্বেথ সেতু বন্ধ করে দেন। টুইটারে ‘এক্সটিংকশন রেবিলিয়ন’ বলেছে, ‘সরকার যতক্ষণ আবহাওয়া সংকটের বিশেষজ্ঞ মত উপেক্ষা করে তেল ও গ্যাসের খনি খননে নিবন্ধন দিয়ে যাবে ও বিজ্ঞানীরা আটক থাকবেন, ততক্ষণ বিঘ্ন ঘটানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ’ সংগঠনটি সতর্ক করে দিয়ে উল্লেখ করে, ‘আমরা বিপর্যয়কর ৩ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নের পথে রয়েছি।’ ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে সম্পাদিত আবহাওয়া চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্যমাত্রা ছিল। ‘এক্সটিংকশন রেবিলিয়ন’ জানায়, ব্রিটিশ জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভের সময় বুধবার ৯ জন বিজ্ঞানীকে গ্রেপ্তার করা হয়। মুক্তি না পাওয়ায় তাদের একজন পরের দিন অনশন শুরু করেন। শুক্রবার বিক্ষোভকারীরা লন্ডনের গুরুত্বপূর্ণ টাওয়ার ব্রিজ বন্ধ করে দেয়। পাশাপাশি গত সপ্তাহে তারা এ ধরনের আরো বেশ কয়েকটি বিক্ষোভ করে। বুধবার ব্রিটিশ তেল-গ্যাস জায়ান্ট শেলের সদর দপ্তরের সামনেও তারা বিক্ষোভ করে। এ সময় শেলের কর্মকর্তাদের চাকরি থেকে ইস্তফা দেওয়ার আহ্বান জানানো হয়। ইউক্রেন যুদ্ধ এবং মূল্যস্ফীতির পর ব্রিটিশ সরকার গত সপ্তাহে নতুন জ্বালানি কৌশলপত্র প্রণয়ন করেছে। সেখানে পরমাণু শক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়া হলেও উত্তর সাগরের তেলও যথেষ্ট গুরুত্ব পায়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।