নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনা নিয়ে দুশ্চিন্তা আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বর্তমানে জন্মস্থান পর্তুগালের মাদেইরাতে অবস্থান করছেন। জুভেন্টাস ফরোয়ার্ড শুধু উদ্বেগের মধ্যেই সময় পার করছেন না। ভাইরাসে আক্রান্তদের সহায়তায় এগিয়ে আসার কথাও ভাবছেন। নিজের মালিকানাধীন বিলাসবহুল হোটেলগুলিকে বানাতে চাইছেন অস্থায়ী হাসপাতাল! আক্রান্তদের সেবা দেওয়ার এক দারুণ দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছেন। নিজের দুটি বিলাসবহুল হোটেলকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমন খবর দিয়েছে জুভেন্টাস ওয়েবসাইট ও স্প্যানিশ পত্রিকা মার্কা। রোনালদোর হোটেলের ব্র্যান্ডের নাম সিআরসেভেন। পর্তুগালে নিজের নামে থাকা এই হোটেলগুলিকেই অস্থায়ীহাসপাতালে রূপ দিতে চাইছেন পর্তুগিজ ফুটবল তারকা। ভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্য সেবা দেওয়া হবে এখানে। অবশ্য স্বাস্থ্য সেবার জন্য কোনও ফি নেওয়া হবে না। স্টাফ ও চিকিৎসকদের বেতন দেবেন রোনালদো নিজেই।
এমনই এক ভ‚য়া সংবাদ দিনভর স্পেন, ইতালি আর নিজ দেশ পর্তুগালে উত্তাপ ছড়িয়েছে পাপারাজ্জির দল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সিআর সেভেনের কানে গেলে বিষয়টিকে ‘শুধুই গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন জুভেন্টাস তারকা।
স¤প্রতি রোনালদো নিজেই করোনা নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার টুইটারে সবাইকে আহŸান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে। বলেছেন, ‘বিশ্ব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সতর্ক ও সচেতন থাকা জরুরি। আজ আমি কোনও ফুটবলার হিসেবে আপনাদের সামনে কথা বলছি না, কথা বলছি একজন ছেলে, বাবা ও মানুষ হিসেবে। যে বিশ্বের কঠিন এই অবস্থায় খুবই উদ্বিগ্ন।’
পরে আরও যোগ করেছেন, ‘সবচেয়ে গুরুত্বপ‚র্ণ বিষয় হলো পরিস্থিতি সামলাতে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মেনে চলা। কারণ মানুষের জীবন সবার ওপরে।’ কিছুদিন আগেই ইনস্টাগ্রামে করোনা বিষয়ক এক সতর্কতাম‚লক বার্তা প্রকাশ করছেন এই জুভেন্টাস তারকা। তিনি লিখেছেন, ‘নিজেদের জীবন ও স্বাস্থ্যরক্ষার বিষয়টিকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে করোনাভাইরাস সম্পর্কে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে আমাদের।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।