Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে থামছে না মৃত্যুর মিছিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

সড়কে যেন থামছেই না মৃত্যুর মিছিল। এ মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে লাশের সংখ্যা। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চার জন নিহত হয়েছেন। পাবনায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় বিআরটিসির বাস দুমড়েমুচড়ে গেছে। এতে কমপক্ষে বাসের ১৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, কিশোরগঞ্জ ও পিরোজপুরে পৃথক ঘটনায় বাস ও ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত হয়েছেন ৪ জন।  কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্য ট্রাকের চালক ও সহকারী। পটুয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছে। এছাড়া, গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ব্যবসায়ী।
টাঙ্গাইল : টাঙ্গাইলে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নাগরপুরের পাকুটিয়া এলাকায় ও বঙ্গবন্ধু সেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাগরপুর উপজেলার পাকুটিয়া এলাকার উজালা বেগম (৫০), মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার শেফালি বেগম (৪০)। এছাড়া বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় পিকআপ হেলপার গাইবান্ধার নাজমুল আলম (২৫) ও অজ্ঞাত আরেকজন নিহত হয়েছেন।
পাবনা : পাবনায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় বিআরটিসির বাস দুমড়েমুচড়ে গেছে। এতে কমপক্ষে বাসের ১৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের মালিগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে আসা ওই বিআরটিসি বাসটি  পাবনা শহর থেকে ৫ কিলোমিটার দূরে মালিগাছায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা খেলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ সময় বাসের ১৫ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল অরোহী তিন যুবক নিহত হয়েছেন। দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর গ্রামের হাদিউলের ছেলে রাকিব (১৯), একই এলাকার মদু মিয়ার ছেলে নূর আমিন (১৭) ও কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট মতলবপুর গ্রামের আবুল কালামের ছেলে নয়ন (২০)। রাকিব এবার এসএসসি পরীক্ষায় দিয়েছেন। অপরদিকে নূরে আলম পিরিজপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র।
ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে তানজিম আমিন নাঈম (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে পাড়েরহাট ইউনিয়নের টগড়া মোড়ে বাস ও মোটরসাইলে মুখোমুখি সংর্ঘষ ঘটে।
জানা যায়, টগড়া ফেরীতে আসা পিরোজপুরগামী বাস-কুমিল্লা ০৪-০১০৮ ও অপর দিকে আসা মোটসাইকেলে থাকা নাঈম মুখোমুখি সংর্ঘষে বাসের নিচে চলে যাওয়ায় গুরুত্বর আহত। নাঈম ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ রুহুল আমিন হাওলাদারের ছেলে  এবং ইন্দুরকানী সরকারী কলেজের বিএ ৩য় বর্ষের ছাত্র ।
কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুজন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্য ট্রাকের চালক ও সহকারী (হেলপার)। সকাল ৯টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কাবিল হোসেনের ছেলে।
পটুয়াখালী : পটুয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাউফল  দাসপাড়া এলাকার বাসিন্দা কাশেম সিকদারের ছেলে মো. নুরুল ইসলাম (৬০) ও টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন তালুকদার ছেলে মো. কুট্টি তালুকদার (৪২)।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৬৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের চেরাগআলী মাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিনের পুত্র। সে টেংরা নছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে মুদী দোকান দিয়ে ব্যবসা করত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ