Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাল্যবিয়ের দায়ে লাখ টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্যবিয়ে আয়োজন করেছিল কনের পরিবার। অল্পবয়সী কনেকে বিয়ে করানোর জন্য বর নিয়ে বিয়ের আসরে আসেন বরের অভিভাবকরা। গ্রামবাসীর মাধ্যমে এ খবর পৌঁছে যায় উপজেলা প্রশাসনের কাছে। গত সোমবার রাতে উপজেলার রাজীবপুর ইউনিয়নের হাট ভুলসোমা গ্রামে এ ঘটনা ঘটে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ের আসরে গিয়ে আদালত পরিচালনা করে বর ও কনের পক্ষকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে বিয়েটি ভেঙে দেন। পরে বিয়ের আসরে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। উভয়পক্ষ বাল্যবিয়ে সমর্থন দেয়ার অভিযোগ স্বীকার করেন।
পরে আদালত কনে ও বর পক্ষকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। এ ব্যাপারে সাঈদা পারভীন বলেন, বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় জরিমানা করে বিয়ে ভেঙে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ