Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ.কোরিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

এক সপ্তাহের ব্যবধানে আবারও তিনটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, উত্তর কোরিয়ার সর্বশেষ নিক্ষেপ করা তিন ক্ষেপণাস্ত্র ২শ’ কিলোমিটার পাড়ি দিয়েছে। তিনি আরও জানান, ওই ক্ষেপণাস্ত্রগুলো পূর্বাঞ্চলীয় উপক‚লীয় শহর সোন্দোক থেকে নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো জানান, ওই ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং তা জাপানের অর্থনৈতিক অঞ্চলে পড়েনি। তবে উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই আরও দু’টি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, প্রায় তিন মাসের বিরতি দিয়ে ওই দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। অপর এক খবরে বলা হয়, উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া সাত হাজার জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনাভাইরাসের সঙ্গে লড়তে চীন থেকে চিকিৎসা বিষয়ক সরঞ্জাম আমদানি করছে উত্তর কোরিয়া। সম্প্রতি রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সীমান্তের কাছেই পিয়ংইয়ংয়ে উন্নত মানের হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলা হয়েছে। রয়টার্স,
রেডিও ফ্রি এশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেপণাস্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ