মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধির পাশাপাশি এর আঘাত হানার ক্ষমতা আরও নিখুঁত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রগুলো ভূমধ্যসাগরে দিকে নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলও। খবরে জানানো হয়, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি মিসাইলগুলোর টার্গেট কি ছিল। তবে ইসরাইলের নিকটবর্তী সাগরে একটি বিস্ফোরিত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামাস প্রায়ই সমুদ্রে এ ধরনের পরীক্ষা চালায় বলে রিপোর্টে জানানো হয়েছে। ইসরাইল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেল আবিবের মেট্রোপলিটন এলাকা থেকে কাছেই সমুদ্রে বেশ কয়েকটি রকেট পড়েছে। কোনো রকেট ইসরাইল আকাশে ধ্বংস করার চেষ্টা করেনি এবং কোনো সাইরেনও বাজানো হয়নি। গাজার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মিসাইল ছোঁড়ার শব্দে তাদের ঘুম ভাঙে। আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখেন তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।