Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০৩ এএম

চীন ঘোষণা করেছে যে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে এবং তারা যেমনটি প্রত্যাশা করেছিল তেমনই সফলতা এসেছে বলে জানিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সফলতার কথা ঘোষণা করে। এতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যে সফলতা অর্জিত হলো তা নিতান্তই প্রতিরক্ষামূলক এবং কোনো দেশকে উদ্দেশ্য করে করা হয়নি। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এবং ২০১৮ সালে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছিল বেইজিং। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীন তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন করছে। এর অংশ হিসেবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হলো। চীন এমন সব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে যা মহাকাশে অবস্থান করা কৃত্রিম উপগ্রহসহ পরমাণু শক্তি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও ধ্বংস করতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে চীন এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনার মধ্যে আমেরিকা দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো চীন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ