Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএইএকে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে বাধা সৃষ্টি করার জন্য মার্কিন সরকারকে দায়ী করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান। তিনি ইরানের পরমাণু কর্মস‚চির ব্যাপারে নিরপেক্ষ অবস্থানে থেকে আইন অনুযায়ী প্রতিটি পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতি আহŸান জানিয়েছেন। আইএইএ ইরানের পরমাণু কর্মস‚চি সম্পর্কে সর্বশেষ যে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে সে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এ আহŸান জানান। লিজিয়ান বলেন, ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার কাজে ক‚টনৈতিক দিক দিয়ে আইএইএ’কে দক্ষতার পরিচয় দিতে হবে বলেও মন্তব্য করেন চীনা এই মুখপাত্র। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি চীনের প‚র্ণ সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, এই সমঝোতায় স্বাক্ষরকারী প্রতিটি দেশের উচিত এটি বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেয়া। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ