Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামা প্রশাসনের ভুলের কারণেই ঝামেলায় পড়তে হচ্ছে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এত সহজে দমে যাওয়ার পাত্র নন তিনি। সমালোচনার জবাবে এবার ডেমোক্র্যাটদের দিকেই পাল্টা তীর ছুড়েছেন তিনি। ট্রাম্পের নতুন অভিযোগ, ওবামা প্রশাসনের ভুলের কারণেই বর্তমান সরকারকে করোনাভাইরাস টেস্ট করতে গিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘ওবামা প্রশাসন (করোনা) পরীক্ষার বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিল, যা আমাদের কাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে উঠেছে। আমরা কিছুদিন আগে ওই সিদ্ধান্তটি বাতিল করেছি, যাতে পরীক্ষাটি আরও নিখুঁত ও দ্রুততর হতে পারে।’ তিনি বলেন, ‘ওই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। আমার মনে হয় না, আমরা ওটা করতাম। হয়তো কোনও কারণে সেটা তৈরি হয়েছিল।’ যদিও ডোনাল্ড ট্রাম্প ওবামা প্রশাসনের ঠিক কোন সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তুলেছেন, তা নিশ্চিত নয়। অবশ্য, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড দাবি করেছিলেন, আগে দেশটির বেসরকারি ল্যাবরেটরিগুলো ক্লিনিক্যাল টেস্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারত। তবে প‚র্ববর্তী প্রশাসনের আমলে তা নিয়ন্ত্রিত হয়। দ্য গার্ডিয়ান, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামা

২ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ