Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাক্তন স্ত্রীর সাথে যুদ্ধে ফের যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে দুবাইয়ের শেখ মোহাম্মদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৪ এএম

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম তাদের দুই সন্তানের ওয়ার্ডশিপ নিয়ে তার সাবেক স্ত্রীর সাথে আইনি লড়াইয়ে দেয়া দুটি রায় না প্রকাশের জন্য ব্রিটেনের শীর্ষ আদালতে আবেদন করেছেন।
গত সপ্তাহে ব্রিটেনের আপিল কোর্ট জর্দানের বাদশাহ আবদুল্লাহর সৎবোন রাজকুমারী হায়া বিনতে আল-হুসেনকে জড়িত মামলায় লন্ডনের হাইকোর্টের পারিবারিক বিভাগের প্রেসিডেন্ট অ্যান্ড্রু ম্যাকফারলেনের রায় প্রকাশ করেছেন।
আপিল আদালত শেখকে মামলাটি সুপ্রিম কোর্টে নেয়ার অনুমতি প্রত্যাখ্যান করেছে, তবে তাঁকে সরাসরি আবেদন করার অনুমতি রয়েছে। আবেদন করার অনুমতি চেয়ে তার আবেদন পেয়েছে উল্লেখ করে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায় যে, ‘বিষয়টির গুরুত্ব সম্পর্কে তারা সচেতন’। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ