বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হঠাৎ করেই বৈরী হয়ে উঠেছে আবহাওয়া। ফাল্গুন মাসের তথা বসন্ত ঋতুর তৃতীয় সপ্তাহ পার হয়নি। মৌসুমের এমনটি অসময়েই গতকাল (মঙ্গলবার) ভোর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের অনেক জায়গায় আচমকা দমকা থেকে ঝড়ো হাওয়াসহ ঝটিকা বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি আকারে কালবৈশাখী ঝড় সংঘটিত হয়েছে। ব্যাপক শিলাবৃষ্টি হয় শিবচরে।
এদিকে আবহাওয়া বিভাগের বিশেষ পূর্বাভাসে সতর্ক করা হয়েছে, ৩ থেকে ৭ মার্চ পর্যন্ত ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমান চাঁদপুরে ২৮ মিলিমিটার। এ সময় ঢাকায় ১৪, ফরিদপুরে ১০, মাদারীপুর ও ফেনীতে ১৭, নোয়াখালীতে ৯, গোপালগঞ্জ ও ঈশ^রদীতে ৫, চুয়াডাঙ্গায় ১৫, কুমারখালীতে ৮, বরিশালে ৪, ভোলায় ২ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।
আজ (বুধবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি আ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক একটি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।