মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। চলতি বছর এটিই উত্তর কোরিয়ার প্রথম প্রকাশ্য অস্ত্র পরীক্ষা বলে জানিয়েছে বিবিসি। উত্তর কোরিয়ার প‚র্ব উপক‚ল থেকে জাপান সাগরের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। ১৮ মাস বন্ধ থাকার পর গত মে-তে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তারপর থেকে ওই বছর বেশ কয়েকবার একই ধরনের পরীক্ষা চালায় তারা। সাধারণত বসন্তকালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা জোরদার করে উত্তর কোরিয়া। নিকট ইতিহাস এমন সাক্ষ্য দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে, “আরও কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কিনা তার ওপর নজর রাখছে সামরিক বাহিনী এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে।” করোনাভাইরাস নিয়ে সৃষ্ট উদ্বেগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া স্থগিতের ঘোষণা আসার কয়েক দিনের মধ্যে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।