Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইরাকের মার্কিন দূতাবাসে ইরানের রকেট হামলা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ৫:০৪ পিএম | আপডেট : ৫:০৪ পিএম, ২ মার্চ, ২০২০

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন সামরিক সূত্রের বরাতে জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডয়চে ভেলে জানিয়েছে, রোববার (১ মার্চ) রাতে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে দুটি রকেট আঘাত হানে। হামলার পরপরই এলাকাটিতে উচ্চ সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। এখন পর্যন্ত কোনো দেশ কিংবা গোষ্ঠী এই রকেট হামলার দায় স্বীকার করেনি। তবে মার্কিন সেনাদের দাবি, ইরানই এই হামলা চালিয়েছে।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সেনাদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এই হামলার প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে টানা দুই ঘণ্টা ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এছাড়া সোলাইমানি হত্যাকাণ্ডের পর বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত ২০ বার রকেট হামলা চালানোর ঘটনা ঘটেছে। হামলাগুলোর জন্য শুরু থেকেই ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ