বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শহরের কোনাবাড়ী এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রয়েল হোসেন (২২) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রয়েল হোসেন ঢাকার ধামরাই উপজেলার আব্দুল খালেক মিয়ার ছেলে। তিনি গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১এর কোনাবাড়ী জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১এর কোনাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বাদল মিয়া জানান, কোনাবাড়ী এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন করে লাইন মেরামতের কাজ করছিলেন রয়েলসহ তিনজন লাইনম্যান। এ সময় খুঁটির উপরে এক লাইনম্যান কাজ করছিলেন। তার নিচে ওই খুঁটিতেই ছিলেন রয়েল হোসেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে রয়েল হোসেনকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ওই এলাকায় কাজ করা হচ্ছিল। এরপরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।