Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় আটটি খাবার হোটেল মালিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫৭ পিএম

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আটটি খাবার হোটেল মালিককে এক লাখ ৭০ হাজার টাকার অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ওই খাবার হোটেল মালিককে এ অর্থদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও মো.এরফান উদ্দিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার মো.রইচ উদ্দিনসহ র‌্যাব সদস্যরা এ অভিযানের সহায়তা করেন।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো.মহিউদ্দিন আল মাসুদ জানান, খাবার ঘর, হোটেল যমুনা, হোটেল পটুয়াখালী জয়, বৈশাখী-১, বৈশাখী-২, মায়ের দেয়া, মা-বাবার দোয়া, হোটেল জোয়ার ভাটা এসব খাবার হোটেল গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণ করার দায়ে অর্থদন্ড দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ