Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

নদীতে ময়লা ফেলবেন না, ফিটনেসবিহীন যানবাহন

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

 

নদীতে ময়লা ফেলবেন না
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তাই জালের মতো নদী বিস্তার করে আছে এ দেশে। নদীতে মাছ ধরা থেকে শুরু করে গোসল করাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে মানুষ। কিন্তু বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে, এসব কাজ তো দূরের কথা, নদীর পাড় দিয়ে হাঁটাও দায়। এর মূল কারণ হচ্ছে পানির অসহনীয় দুর্গন্ধ। এই দুর্গন্ধের পেছনে কাজ করছে নদীর তীরে ময়লা ফেলা ও অপরিকল্পিত শিল্প-কারখানা গড়ে ওঠা। ফলে দূষণ হচ্ছে নদীর পানি। অনেক মানুষই আছে, যারা নদীতে গোসল করা, হাঁড়ি-পাতিল ধোয়াসহ নদীর পানি পানও করে থাকে। কিন্তু পানিদূষণের কারণে তারা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগজীবাণুতে। তাই সবার উচিত, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং নদীর মতো প্রাকৃতিক সম্পদকে রক্ষায় সচেতন থাকা।
শামীম শিকদার
কাপাসিয়া, গাজীপুর।


ফিটনেসবিহীন যানবাহন
বাংলাদেশের সড়ক, মহাসড়কে ফিটনেস ছাড়া ঠিক কত সংখ্যক যান চলাচল করছে, তার সঠিক তথ্য চেয়েছেন হাইকোর্ট। এসব ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী বলে মনে করেন অনেকে। নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীরা যানবাহনের বৈধ কাগজপত্র পরীক্ষা করা শুরু করলে দেখতে পায়, অধিকাংশ বাসচালকের লাইসেন্স নেই এবং থাকলেও ভুয়া। প্রশ্ন হচ্ছে, সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইন নেই নাকি আইনের প্রয়োগ নেই? আমি মনে করি, গত বছর সেপ্টেম্বর মাসে নিরাপদ সড়ক আন্দোলনের মুখে সরকার সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনতে যে নতুন সড়ক পরিবহন আইন করেছে, সেই আইন সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট; যদি এর যথাযথ প্রয়োগ ও রাষ্ট্রের প্রতিটি নাগরিক সচেতন হয়। তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে!
আরিফুল ইসলাম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানবাহন

২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন