Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিএলেও ব্যর্থ মাহমুদউল্লাহ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে থাকার কথা ছিল মাহমুদউল্লাহর। সাম্প্রতিক সময়ের ছন্দহীনতায় জায়গা হারিয়েছেন। ‘বিশ্রাম’ দিয়ে তাকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। মিরপুরের বদলে তাই অভিজ্ঞ এই অলরাউন্ডারের মাঠের লড়াই চলছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যেখানে তার দল দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ পূর্বাঞ্চল।

সময়টা খুব বাজে যাচ্ছে মাহমুদউল্লাহর। বিশেষ করে লম্বা সংস্করণে। অনেক দিন থেকেই রানের দেখা নেই ব্যাটে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ব্যর্থতার চেয়েও বেশি আলোচিত হয়েছে তার আউট হওয়ার ধরণ নিয়ে। নাসীম শাহর হ্যাটট্রিক বলটি উইকেটের বাইরে থেকে টেনে বোল্ড হয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার প্রথম সুযোগেও ব্যর্থ হলেন। এদিন মাত্র ১ রান করেছেন মাহমুদউল্লাহ। তবে মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও তার দল দক্ষিণাঞ্চল আছে সুবিধাজনক অবস্থানেই। প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩০৫ রান তুলেছে দলটি। অবশ্য ইঙ্গিত ছিল আরও ভালো কিছু করার। শেষ দিকের নিয়ন্ত্রিত বোলিংয়ে লড়াইয়ে ফিরে আসে পূর্বাঞ্চল।

গতকাল পাঁচদিনে ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণাঞ্চল। দুই ওপেনার এনামুল হক বিজয় ও ফজলে রাব্বির ব্যাটে শুরুটাও হয় দুর্দান্ত। ১৩৬ রানের ওপেনিং জুটি উপহার দেন তারা। বিজয় রানআউট হওয়ায় ভাঙে এ জুটি। এরপর আল-আমিন জুনিয়রের সঙ্গে ৫৩ রানের আরও একটি জুটি গড়েন ফজলে। দলীয় ১৮৯ রানে ফজলে রাব্বিকে ফেরায় প‚র্বাঞ্চল। এরপর ৪২ রানের ব্যবধানে ৪টি উইকেট তুলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে তারা। তবে পঞ্চম উইকেটে শামসুর রহমানের সঙ্গে মেহেদী হাসানের ৫২ রানের জুটিতে আবারো কক্ষপথে ফিরে আসে দক্ষিণাঞ্চল। অবশ্য শেষ দিকে এ জুটিও ভাঙতে পেড়েছে প‚র্বাঞ্চল। তবে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০৫ রানের ভালো সংগ্রহই পায় দক্ষিণাঞ্চল।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন ফজলে রাব্বি। ১৫৫ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ১৩১ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৭৬ রান আসে বিজয়ের ব্যাট থেকে। এছাড়া আল-আমিন ৩৯ ও মেহেদী হাসান ৩৬ রান করেন। শামসুর রহমান ৩৭ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী ফরহাদ রেজা উইকেটে আছেন ৮ রানে।
প‚র্বাঞ্চলের হয়ে ৫৮ রানের খরচায় ২টি উইকেট পেয়েছেন রুয়েল মিয়া। ১টি করে শিকার করেছেন আবু হায়দার রনি, সাকলাইন সজীব ও আফিফ হোসেন।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
দক্ষিণাঞ্চল-পূবাঞ্চল, চট্টগ্রাম
দক্ষিণাঞ্চল : ৮৮ ওভারে ৩০৫/৬ (ফজলে ৮৬, বিসজয় ৭৬, আল-আমিন ৩৯, শামসুর ৩৭*, মাহমুদউল্লাহ ১, সোহান ১৮, মেহেদী ৩৬, রেজা ৮*; রুয়েল ২/৫৮, রনি ১/৪১, হাসান ০/৪৬, মাহমুদুল ০/৯৪, সাকলাইন ১/৫১, আফিফ ১/১৩)।

আজকের খেলা
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
একমাত্র টেস্ট ২য় দিন, সকাল সাড়ে ৯টা
শেরে বাংলা স্টেডিয়াম, মিরপুর
বিসিএল ফাইনাল, ২য় দিন
পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল, সকাল ১০টা
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
বিপিএল ফুটবল, ৩য় রাউন্ড
সাইফ স্পোর্টিং-চট্ট.আবাহনী, বেলা সোয়া ৩টা
রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ
আরামবাগ-মুক্তিযোদ্ধা, সন্ধ্যা সাড়ে ৬টা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা

টিভিতে দেখুন
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
একমাত্র টেস্ট ২য় দিন, সকাল সাড়ে ৯টা
সরাসরি : জিটিভি/স্টার স্পোর্টস সিলেক্ট-২
নারী টি-২০ বিশ্বকাপ
ইংল্যান্ড-দ.আফ্রিকা, বিকাল ৫টা
সরাসরি : জিটিভি/স্টার স্পোর্টস-২
অস্ট্রেলিয়ার আফ্রিকা সফর
২য় টি-টোয়েন্টি, সন্ধ্যা সাড়ে ৬টা
সরাসরি : সনি সিক্স
ভারতের নিউজিল্যান্ড সফর
১ম টেস্ট ৪র্থ দিন, ভোর সাড়ে ৪টা
সরাসরি : স্টার স্পোর্টস-১
পাকিস্তান সুপার লিগ
করাচি-কোয়েটা, বেলা ৩টা
লাহোর-ইসলামাবাদ, রাত ৮টা
সরাসরি : পিটিভি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানইউ-ওয়াটফোর্ড, রাত ৮টা
আর্সেনাল-এভারটন, রাত সাড়ে ১০টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট-১
স্প্যানিশ লা লিগা
ওসাসুনা-গ্রানাদা, বিকাল ৫টা
আলাভেস-অ্যাথ.বিলবাও, সন্ধ্যা ৭টা
ভ্যালাদলিদ-এস্পানিওল, রাত ৯টা
গেতাফে-সেভিয়া, রাত সাড়ে ১১টা
অ্যাট.মাদ্রিদ-ভিয়ারিয়াল, রাত ২টা
সরাসরি : ফেসবুক লাইভ
ইতালিয়ান সিরি ‘আ’
জেনোয়া-ল্যাজিও, বিকাল সাড়ে ৫টা
তুরিনো-পারমা, রাত ৮টা
রোমা-লিসে, রাত ১১টা
ইন্টার-সাম্পদোরিয়া, রাত পৌনে ২টা
সরাসরি : সনি টেন-২
আতালান্তা-সসুলো, রাত ৮টা
সরাসরি : সনি টেন-১
ভেরোনা-ক্যাগলিয়ারি, রাত ৮টা
সরাসরি : সনি ইএসপিএন
জার্মান বুন্দেসলিগা
লেভারকুজেন-অগ্সবুর্গ, রাত সেয়া ৮টা
উল্ফসবুর্গ-মেইঞ্জ, রাত পৌনে ১১টা
সরাসরি : স্টার স্পোর্টস সিলেক্ট-২
ইন্ডিয়ান সুপার লিগ
দিল্লি-কেরালা, রাত ৮টা
সরাসরি : স্টার স্পোর্টস-২
টেনিস : এটিপি ৫০০
রিও ওপেন, রাত আড়াইটা
সরাসরি : সনি ইএসপিএন
এনবিএ : রেগুলার সিজনস
মিলওয়াকি-ফিলাডেলফিয়া, সকাল ৭টা
সরাসরি : সনি টেন-১



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহমুদউল্লাহ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ