Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকান র‌্যাপার পপ স্মোককে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৫২ পিএম

আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী পপ স্মোককে গুলি করে হত্যা করা হয়েছে সন্ত্রাসীরা। ক্যালিফোর্নিয়ার হলিউড হিলসের একটি বাড়িতে কয়েকজন আক্রমণকারীর গুলিতে নিহত হয়েছেন তিনি।

বুধবার সকালে স্থানীয় সময় ভোর ৫টার কিছু সময় আগে একটি ফোন পায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, দুই থেকে ছয়জন ব্যক্তি আক্রমণ করেছিল। তাদের একজন মুখ মাস্ক পরা ছিল।

দেশটির এক ব্যক্তি পুলিশকে জানায়, তার এক বন্ধুর বাড়ির দরজা ভেঙে কয়েকজন আক্রমণ করেছে যাদের একজনের হাতে অস্ত্র আছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পপ স্মোককে গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে সেডারস-সিনাই মেডিকেল সেন্টারে নিয়ে যায়। এক ঘণ্টা পরে কর্তব্যরত চিকিৎসকরা পপ স্মোককে মৃত ঘোষণা করে।

এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। বিশ বছর বয়সী পপ স্মোকের একটি মিক্সটেপ মুক্তি পেয়েছিল গত সপ্তাহে। মিক্সটেপের ‘ওয়েলকাম টু দ্য পার্টি’ গানটি ইউটিউবে ২৪ মিলিয়নের বেশি বার শুনেছে শ্রোতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ