Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরিষ্কার পাত্রে খাবার পরিবেশনের দায়ে কালীগঞ্জের দুই খাবার হোটেলে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৩৬ পিএম

ঝিনাইদহ কালীগঞ্জে অ-পরিষ্কার পাত্রে ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ঘোষ সুইট ও নিউ বাগাট নামের দুই খাবার হোটেলকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বেলা আড়াইটায় আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভূপালি সরকার। এ সময় কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ভূপালি সরকার জানান,শনিবার দুপুরে শহরের মেইন বাসস্টান্ড সংলগ্ন ঘোষ সুইটের সত্বাধিকারী সুবাস চন্দ্র ঘোষকে ১০ হাজার এবং নিউ বাগাটের নিরঞ্জন ঘোষের নিকট থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি জানান,ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪২ ও ৪৮ ধারায় জরিমানা আদায় করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ