বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৩ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করে পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ। তিনি উপজেলার তিলছড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ পার্ক নির্মাণের উদ্যোগ নেন।
পার্ক নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওই এলাকার সর্বস্তরের মানুষ। এতে ওই এলাকার বিনোদন প্রিয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। পার্কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মিন্টু বিশ্বাস।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মিন্টু বিশ্বাস জানান, উপজেলার ৮৬ নং তিলছড়া মৌজার ৩৩২৬ নং দাগের বি,আর,এস ১ খতিয়ানভুক্ত হালটের ১.০১ এক সম্পত্তি দীর্ঘদিন ধরে স্থানীয়রা বসতবাড়ি, দোকানপাট ও মার্কেট নির্মাণ করে অবৈধভাবে দখল করে রেখেছিল। গত ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের নির্দেশে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ওই জমিতে উপজেলা প্রশাসন ও পরিষদের সিদ্ধান্তে পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। পার্ক নির্মাণের খবরে সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে বিনোদন বঞ্চিত এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।
ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল বলেন, ইউএনও সাব্বির আহমেদ কাশিয়ানীতে যোগদানের পর থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের এলাকায় সরকারিভাবে বিনোদনের কোন ব্যবস্থা নেই। ইউএনও এবং এসিল্যান্ড স্যার সাধারণ মানুষের বিনোদনের জন্য পার্ক নির্মাণের কাজ শুরু করেছেন। এমন মহত উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তিনি সাধারণ মানুষের বিনোদনের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
তিলছাড়া গ্রামের হাসু মিয়া বলেন, এলাকার মানুষের চিত্ত বিনোদনের জন্য পার্ক জরুরি। এখানে পার্কের কাজ শুরু হয়েছে। এ খবরে আমরা খুবই সন্তুষ্ট। দ্রæত পার্কের কাজ সমাপ্ত করার দাবি জানাচ্ছি। পার্ক হলে আমরা সন্তান, স্বজন ও পরিবার নিয়ে সুস্থ বিনোদনের সুযোগ পাবো। সময় কাটানোর ভাল জায়গা সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, আমি কাশিয়ানীতে যোগদানের পর দেখলাম এ উপজেলায় মানুষের বিনোদনের জন্য সরকারিভাবে কোন পার্ক নেই। এই বিষয়টি বিবেচনা করে তিলছড়া এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহযোগিতায় সরকারিভাবে একটি পার্কটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।