Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

১২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩ জনকে জরিমানা

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩৯ পিএম

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১২’শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে তিন জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ঘোষবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে সাজ্জাদ জানান, ঘোষবাগ এলাকায় তিতাসের মূল সঞ্চালন পাইপ থেকে দেড় কিলোমিটার এলাকার প্রায় ১২’শ বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ঘোষবাগা এলাকার আব্দুল জব্বার, লুৎফর রহমান ও ইকবাল হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির সাভার আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক (বিপনন) আবু সাদাত মো. সায়েম বলেন, পর্যায়ক্রমে তিতাসের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে তিতাসেন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ