মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত মাসে ইরাকের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় ১০৯ জন মার্কিন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছে বলে স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। এর আগে ৬৪ জন আঘাত পেয়েছে বলে জানায় মার্কিন কর্মকর্তারা। তবে হামলার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এতে কোনও মার্কিন সেনা হতাহত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই হামলার ‘মারাত্মক প্রতিশোধ’ হিসেবে ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। সেই সময় ইরানের পক্ষ থেকে মার্কিন সেনা হতাহতের কথা বলা হলেও প্রেসিডেন্ট ট্রাম্প সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। সোমবার পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে, আহত হওয়া প্রায় ৭০ শতাংশ কর্মীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে পেন্টাগনের কাছ থেকে আরও জবাব চেয়েছেন মার্কিন আইনপ্রণেতা জনি আর্নেস্ট। এক টুইটবার্তায় তিনি ইরাকে মোতায়েনকৃত সেনা সদস্যদের নিরাপত্তা ও যতœ নেওয়ার আহŸান জানান। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।