Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় রাবির দুই দোকানীকে জরিমানা

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৪০ পিএম

মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবস্থিত দুটি দোকানীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি দল জরিমানা করেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মাদার বখশ্ হলের সামনে অবস্থিত মনিরুল স্টোরকে পাঁচ হাজার ও শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থিত মডার্ন ফটোস্ট্যাটকে তিন হাজার টাকা জরিমানা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। মডার্ন ফটোস্ট্যাট দোকানে ফটোকপির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যও বিক্রি করা হয়।
জানতে চাইলে হাসান আল মারুফ বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ