মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তি হওয়ার পরপরই কাবুলের সাথে সরকারি আলোচনা করতে তালেবান রাজি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া সাময়িক যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়েছে বলে আফানিস্তান বিষয়ক রুশ দ‚ত জানিয়েছেন। জামির কাবুলভ বলেন, তালেবান প্রতিনিধিরা বলেছে, একবার চুক্তি সই হয়ে গেলে তারা আন্তঃআফগান আলোচনা শুরু করতে রাজি আছেন। তারা আফগান সরকার ও অন্যান্য পক্ষের সাথে সরাসরি আলোচনা করবে বলেও তিনি জানান। তিনি বলেন, তালেবানের সাথে কাবুল সরকারের সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ নিয়ে কেমন চুক্তি হতে পারে সে ব্যাপারে তিনি সুস্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, সাময়িক বা স্থায়ী যুদ্ধবিরতি বা সহিংসতা হ্রাস নিয়ে আফগানদের মধ্যে এখন আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা চলতে এটি তার থেকে ভিন্ন। এদিকে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ঠিক কখন যুক্ত হবে সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, চুক্তি সইয়ের কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে তিনি কোনো আমন্ত্রণ পাননি। গত ৩ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মধ্য এশিয়ার ৫ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন। তাসখন্দের ওই বৈঠকে আফগান যুদ্ধ অবসানে তাদের সহায়তা কামনা করেন তিনি। স্পুটনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।