Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করায় হল সুপারকে অর্থদণ্ড ও অব্যাহতি

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫৭ পিএম

টাঙ্গাইলের সখিপুরে চলতি এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় সখিপুর পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রের হল সুপার মতিউর রহমান ভূইয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাকে সরকারি নির্দেশ অমান্য করায় ২শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল ১১টায় ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন ওই শিক্ষকের কাছে দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন বেজে ওঠলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ দণ্ডাদেশ প্রদান করেন । মতিউর রহমান ভূইয়া উপজেলার গজারিয়া শান্তিকুঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন- সরকারী নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মুঠোফোন ব্যবহার করায় পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রের হল সুপার মো. মতিউর রহমান ভূইয়াকে ১৮৮ ধারায় ২শত টাকা জরিমানা ও হল সুপার পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ